সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২০ জানুয়ারী ২০২৫ ১৭ : ২০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দল কলকাতায়। কিন্তু সেই দলে নেই ঋষভ পন্থ। দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলবেন। ২৩ জানুয়ারি শুরু খেলা। তার আগে একদিনের জন্য ঝটিকা সফরে কলকাতায় পন্থ। রবিবার রাতে শহরে পা রাখেন তারকা উইকেটকিপার ব্যাটার। মঙ্গলবার যাবতীয় জল্পনায় সিলমোহর পড়ল। লখনউ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক হলেন ঋষভ পন্থ। তাঁকে পাশে বসিয়ে ঘোষণা করলেন এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটেয়। সেটা এক ঘন্টার বেশি দেরীতে শুরু হয়। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জহির খানের উপস্থিতিতে পন্থের জার্সির উন্মোচন হল। ১৭ নম্বর জার্সি পরে নামবেন লখনউয়ের অধিনায়ক। শুধু ঘোষণাই নয়, সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দেন, ঋষভই আইপিএলের সেরা অধিনায়ক হবেন।
লখনউয়ের মালিক স্পষ্ট জানিয়ে দেন, আইপিএলে তাঁকে নেওয়া মাত্র অধিনায়ক নির্ধারিত হয়ে যায়। সোমবার সাংবাদিক সম্মেলনের সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'ঋষভকে নিলামে নেওয়ার পরই আমরা নিশ্চিত ছিলাম যে ওই আমাদের অধিনায়ক হবে। আমরা ঘোষণার অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই মুহূর্ত এল।' এলএসজিতে যোগ দিতে পেরে খুশি ঋষভ পন্থ। জানান, তাঁর এই ফ্রাঞ্চাইজতে খেলার ইচ্ছা ছিল। তাঁর ওপর আস্থা রাখার জন্য ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারকা ক্রিকেটার। একইসঙ্গে নিজেকে উজাড় করে দেওয়ার অঙ্গীকার নিলেন। ঋষভ পন্থ বলেন, 'লখনউতে যোগ দিতে পেরে আমি খুশি। আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি প্রতিজ্ঞা করছি, নিজের ২০০ শতাংশ দেব। নিজের সাধ্যের মধ্যে যা সম্ভব করার চেষ্টা করব। নতুনভাবে শুরু করার জন্য আমি প্রস্তুত। আশা করছি ধামাকা হবে।'
এই প্রথম আইপিএলে দিল্লি ছাড়া অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে পন্থকে। নতুন শুরুর জন্য তৈরি তিনি। রেজাল্ট নিয়ে ভাবতে চান না, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। জানান, রোহিত সহ অন্যান্য সিনিয়রদের থেকে অনেক কিছুই শিখেছেন। সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। পন্থ বলেন, 'আমি সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে সতীর্থদের পাশে দাঁড়াতে হয় জানি। রোহিত ভাইয়ের থেকে এটা শিখেছি। সেটাই এবার কাজে লাগানোর চেষ্টা করব। আমি নিজেকে উজাড় করে দেব। তবে পারফরম্যান্সে ওঠা-নামা থাকতেই পারে। কিন্তু শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাব।' অধিনায়ক পন্থের ভূয়সী প্রশংসা করেন লখনউয়ের কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'পন্থের মধ্যে নেতৃত্ব দেওয়ার সহজাত প্রভৃতি আছে। সবাই বলে, আইপিএলের ইতিহাসে রোহিত এবং ধোনি সবচেয়ে সফল অধিনায়ক। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই তালিকায় ঢুকে যাবে পন্থের নাম। দশ বছর পর সবাই বলবে ধোনি, রোহিত এবং ঋষভ আইপিএলের সেরা অধিনায়ক।' কোটিপতি লিগে নতুন যাত্রা শুরু করে দিলেন ঋষভ পন্থ। তাঁর হাত ধরে আবার সাফল্যের সরণিতে ফেরার বিষয়ে আশাবাদী গোয়েঙ্কা।
নানান খবর
নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও